বা ঙা ল না মা

বিজ্ঞপ্তি


এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য, হে পাঠক… হ্যাঁ, আপনাকেই খুঁজছি আমরা। আমরা আপনার থেকে শুনতে চাই একান্ত আপনারই কিছু গল্প- কল্পনার থেকেও সত্য সে সব গল্প… স্মৃতি হাতড়ে, হৃদয় খুঁড়ে আনা, ঠাকুমা-দাদু’র কোল ঘঁেষে শোনা সেই সব ঠাসবুনোটের জীবন্ত কাহিনীচিত্র, এযাবৎকাল স্রেফ পারিবারিক শ্রুতি হয়ে রয়ে যাওয়া জীবনসংগ্রামের অত্যাশ্চর্য বিবরণ।


আপনার হয়তো এমন কোনো আপনজন আছেন, যিনি দেশভাগ দেখেছেন। হয়তো মাইলের পর মাইল জুড়ে সরীসৃপাকার উদ্বাস্তু মানুষের কাফিলায় হঁেটেছেন। ভিটেমাটি থেকে উৎখাত হয়ে শহরে-মফস্বলে-স্টেশনে-রাস্তার দু’ধারে অস্থায়ী ছাউনিতে করেছেন ঠিকানার সন্ধান। ৪৩-এর মন্বন্তর, ৪৬-এর কলকাতা-নোয়াখালি, ষাটের দশকের ঢাকা-নারায়ণগঞ্জ বা একাত্তরের দিনগুলির টাটকা স্মৃতি হয়তো যিনি এখনো বুকে নিয়ে বেড়ান। আপনি কি এমন কাউকে চেনেন, যিনি ছিলেন ৫২-র ফেব্রুয়ারীর ঢাকায় বা ৬১-র সিলেটে মাতৃভাষার অধিকারের লড়াইয়ের সে উজ্জ্বল মুহূর্তের সাক্ষী? এমন মানুষের কথা কি আপনি জানেন, পাঠক, যিনি লড়েছেন কৃষকের, শ্রমিকের, বাস্তুচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে? বা আপনার পরিচিত সেই মানুষটির ঘরে হয়তো এসে উঠেছিলেন সর্বস্বখোয়ানো মাসতুতো-খুড়তুতোরা, ফেলে আসা গ্রামদেশের প্রতিবেশী, চেনা-অচেনা মানুষের ঢল; আপনার চেনা পাড়া, চেনা গ্রাম, চেনা শহরটির মুখ-অবয়ব হয়তো চোখের সামনে বদলে গিয়েছিল কয়েক বছরেই। ঔপনিবেশিক যুগ পেরিয়ে স্বাধীনতার যুগে প্রবেশের সিংহদরজায় যে চরম মূল্য চুকিয়েছিলেন এপার-ওপারের সাধারণ মানুষ, ইতিহাসের বইতে সেই সব হাসিকান্নার গল্পের স্থান সঙ্কুলান হয়নি, অথচ সেগুলি বাদ দিয়ে কিসেরই বা ইতিহাস!


আমরা এই সমস্ত ব্যক্তিগত ইতিহাসের টুকরোর খোঁজ চাইছি আপনার কাছে। টুকরোগুলো সেলাই করলে হয়তো একটা মহাকাব্যিক গ্র্যান্ড ন্যারেটিভ উঠে আসবে, হয়তো একে অন্যের কাহিনীর ভেতর নিজের অতীতের ছায়াটি দেখবো, সকলের স্মৃতি জুড়ে জুড়ে হয়তো মেলাতে পারব ইতিহাসের জিগ্স পাজ়ল-এর কিছু অমীমাংসিত অংশ। এই গ্রন্থনার কাজে আরও দশ-কুড়ি বছর দেরী হয়ে গেলে আমরা হারিয়ে ফেলব আরো শিকড়, অতীতের সঙ্গে সংযোগকারী সেতু হয়ে থাকা আরো মানুষ, আরো ইতিহাস।


তাই আর দেরী না করে আপনার ব্যক্তিগত ইতিহাস, আপনার আপনজনের গল্প আমাদের লিখে পাঠান এই ঠিকানায়-
bangalnama@gmail.com

6 Responses to “বিজ্ঞপ্তি”

  1. Selina Sirin Sikder-er baba chhilen MuktiJoddha. onar sathe jogajog korte paren. mail id chaile amar sathe jogajog korun.

  2. আমার ব্লগে কিছু লেখা আছে। দেখতে পারেন। আপনাদের প্রচেষ্টা খুবই সুন্দর। ফিরে…ফিরে…বারবার এসে পড়ার ইচ্ছে রইলো। বাঙালনামার জন্য শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সবাই।

  3. Goutam Baran Adhikary said

    banladeshe khulnar kachhe fultalay MD.Kaokabad O miukti majumder thaken. tader sathe abilambe jogajog korte paren. asubidha hole amar kotha bolben.

  4. bangalnama said

    @Goutam

    Onader contact (email/phone no.) ar ki bishoye contact korte utsahito korchhen, amader ektu email kore janale kritaggo thakbo. amader email bangalnama@gmail.com

  5. AVIJIT said

    SOBE ETA ABISHKAR KORLAM.AMAR ANYOTAMO PRIYO BISHOE SAMPARKITA SITE.KHUB BHALO LAGCHE.

  6. Okay I will Try.

Leave a comment