বা ঙা ল না মা

বাঙালনামা ঃ দ্বিতীয় সংখ্যা

Posted by bangalnama on August 31, 2009


কৈফিয়ৎ: লোকে বলে বাঙালের গোঁ। তো জিদ আমাগো আছে মশয়- হাজারখানা ডিস্ট্র্যাকশন থাকুক, গতবারের প্রতিশ্রুতি মতন পুরবীয়াদের কীর্তি, ইতিহাস ও উত্তরাধিকার নিয়ে লেখা ছাপিয়ে যাবনা এমনটা ভাবলে সে ইলিশে ডিম নাই। এই পর্বে ফোকাস রাখা হল অমন ক’জন জেদি বাঙালের ওপর, যাঁরা ভাবীকালের পথ নির্মাণ করার অদম্য জেদে সমকালের কাছে ব্রাত্য হয়ে উঠেছিলেন। আর, সব ইতিহাস-ই তার আগের ইতিহাসের উত্তরাধিকার বহন করে। সেই সূত্র খুঁজতে চেষ্টা করা হল পন্ডিত শহীদুল্লাহের একটি অনুসন্ধানের পুনর্মুদ্রণে যেখানে স্মরণ করা হয়েছে চর্যাগীতির কবিদের, যাঁরা সেই আমলের ব্রাত্য ডোম, শবর, চন্ডাল, নেড়া বৌদ্ধদের জন্যে গান রচনা করছেন এমন এক প্রান্তিক ভাষায় যা পরে ডালপালা মেলে মহীরুহ-সম বাংলা ভাষা হয়ে উঠেছে। প্রান্তিক মানুষের লড়াই দেশ-কালে থেমে থাকেনা; তবু দেশ ও কালের বিশেষ পরিস্থিতি মানুষের বেঁচে থাকার বিবরণে নতুন দিশা এনে দেয়, প্রান্তিক বাঙালের ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়গুলিতে আরেকবার একটু টর্চ ফেলে দেখার চেষ্টা করলাম ব্রাত্য জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার দাবিতে এক হয়ে ওঠার লড়াই – দেশভাগ নামক বিপর্যয়-এর আগে ও পরে – এই গেল মোটামুটি ভাবে এবারকার বাঙালনামার কর্মসূচী; আর ধারাবাহিক পর্বগুলো তো রইলই। ফলে সব মিলিয়ে সঙ্গে থাকুন; জানুন, জানান, জানিয়ে দিন।

সূচীপত্র

দীর্ঘ প্রবন্ধ: পূর্ববঙ্গের নমশূদ্র আন্দোলন
উন্নয়ন, বিভাজন ও জাতি : বাংলায় নমশূদ্র আন্দোলন, ১৮৭২-১৯৪৭
– শেখর বন্দ্যোপাধ্যায়

প্রবন্ধ
আমার অবিশ্বাস ঃ হুমায়ুন আজ়াদ – বাসু আচার্য্য

The Refugee City: Partition and Kolkata’s postcolonial landscape – Debjani Sengupta

স্বাধীনতার বাষট্টি বছর
অলিন্দ যুদ্ধ ঃ ঢাকার এক তরুণের গল্প – অনসূয়া মিত্র
স্বাধীনতার অন্য মুখ ঃ বাংলা কবিতা ও গানে দেশভাগ – ত্রিদিব সন্তপা কুণ্ডু

বই আলোচনা
ব্রাত্যজনের রুদ্ধসংগীত ঃ দেবব্রত বিশ্বাস – সোহিনী

ধারাবাহিক
বাঙালবৃত্তান্ত – রঞ্জন রায়
নিষিদ্ধ নামের সন্ধানে ঃ একটি আপৎকালীন পরিশিষ্ট – বাসু আচার্য্য
আমোদিনীর হেঁশেল – দেবলীনা সেন
Marichjhapi – Uncovering the Veil of Silence – Jhuma Sen

আর্কাইভ : পূর্বপ্রকাশিত প্রবন্ধ
প্রাচীন বাংলা-লেখকগণ: তান্ত্রিক বৌদ্ধ লেখক লূইপাদ, বিরূপাদ, শবরীপাদ

– মুহম্মদ শহীদুল্লাহ, ‘শনিবারের চিঠি’, ফাল্গুন, ১৩৫৪ (খ্রী: ১৯৪৭)
পূর্ববাংলায় নকশাল আন্দোলনের প্রভাব
– আমজাদ হোসেন, ‘নকশালবাড়ি আন্দোলনের প্রামাণ্য তথ্য সংকলন’ (১৯৮৯)

৩১শে অগস্ট, ২০০৯

Leave a comment